Dhaka 1:39 am, Saturday, 18 January 2025
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল

  • Update Time : 01:24:27 pm, Saturday, 30 November 2024
  • 1 Time View

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যান পরিষদ মিলনায়তনে শনিবার এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

শিক্ষকদের কেন্দ্রীয় এ সংগঠন নির্বাচনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেছে। প্রায় ১ লাখ ১৪ হাজার শিক্ষক এ সংগঠনের সদস্য। সারাদেশের ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সংগঠনে সম্পৃক্ত। গত ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর ক্যাডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি, নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার মহাসচিব ও টাংগাইল কালিহাতি উপজেলার বীর পাকটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া সংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নতুন নির্বাচিত তিন শীর্ষ কর্মকর্তা সর্বসম্মতিক্রমে সারাদেশের ১৫১ জন শিক্ষককের সমন্বয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করতে নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন- মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া।
কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন- চাপাইনবয়াবগঞ্জ গোমস্তাপুর রহনপুর পৌরসভার পিড়াশুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাঃ সাদেকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, হবিগঞ্জ চুনারুঘাট পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান (বাহার) ও চট্টগ্রাম সাতকানিয়ার উত্তর ছদাহা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম ইছহাককে সিনিয়র যুগ্ম মহাসচিব, কুমিল্লা তামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান নকিবকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটি ছাড়াও বিভিন্ন বিভিন্ন ও জেলা প্রতিনিধিরাও অংশ নেন।

শিক্ষক নেতৃবৃন্দ নতুন কমিটিকে বরণ করে তাদের বিদ্যমান সমস্যা ও বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ থেকে আগামীর লড়াই পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় দিদারুল আলম দিদার বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদানকে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করেন। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। একটি শিশু বেড়ে ওঠায় পিতা-মাতা পরিবারের পর শিক্ষকের ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ।

দিদার বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি সুবিধা ও তাদের মর্যাদার ক্ষেত্রে কিছু অসংগতি ও বৈষম্য রয়েছে। জাতির বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের এ সমস্যা সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএম/ডিএএম//

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল

Update Time : 01:24:27 pm, Saturday, 30 November 2024

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যান পরিষদ মিলনায়তনে শনিবার এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

শিক্ষকদের কেন্দ্রীয় এ সংগঠন নির্বাচনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেছে। প্রায় ১ লাখ ১৪ হাজার শিক্ষক এ সংগঠনের সদস্য। সারাদেশের ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সংগঠনে সম্পৃক্ত। গত ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর ক্যাডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি, নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার মহাসচিব ও টাংগাইল কালিহাতি উপজেলার বীর পাকটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া সংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নতুন নির্বাচিত তিন শীর্ষ কর্মকর্তা সর্বসম্মতিক্রমে সারাদেশের ১৫১ জন শিক্ষককের সমন্বয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করতে নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন- মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া।
কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন- চাপাইনবয়াবগঞ্জ গোমস্তাপুর রহনপুর পৌরসভার পিড়াশুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাঃ সাদেকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, হবিগঞ্জ চুনারুঘাট পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান (বাহার) ও চট্টগ্রাম সাতকানিয়ার উত্তর ছদাহা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম ইছহাককে সিনিয়র যুগ্ম মহাসচিব, কুমিল্লা তামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান নকিবকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটি ছাড়াও বিভিন্ন বিভিন্ন ও জেলা প্রতিনিধিরাও অংশ নেন।

শিক্ষক নেতৃবৃন্দ নতুন কমিটিকে বরণ করে তাদের বিদ্যমান সমস্যা ও বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ থেকে আগামীর লড়াই পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তৃতায় দিদারুল আলম দিদার বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদানকে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করেন। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। একটি শিশু বেড়ে ওঠায় পিতা-মাতা পরিবারের পর শিক্ষকের ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ।

দিদার বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি সুবিধা ও তাদের মর্যাদার ক্ষেত্রে কিছু অসংগতি ও বৈষম্য রয়েছে। জাতির বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের এ সমস্যা সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএম/ডিএএম//