সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন
- Update Time : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৪ Time View
সারাদেশ ডেস্ক:
‘তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’ মর্মে সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
তিনি বলেন,’তিনবিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল” মর্মে খবরটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আজ সন্ধ্যায় সম্প্রচারিত হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনের গোচরিভূত হয়েছে। ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই এর কাজ চলমান থাকলেও অদ্যাবধি রাষ্ট্রপতির নিকট সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক কোন বিচারপতি সম্পর্কে কোন অভিযোগ প্রেরণ করা হয়নি।’
গণসংযোগ কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃক সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সকলের অবগতির নিমিত্তে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
বপিআর/ডিএ//