মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ০২:৫৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৫ Time View
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কমলাপুর কালভার্ট রোডে মতিঝিল থানার ৮ নং ওয়ার্ড যুবদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ন আহবায়ক এম.এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক সুপ্রিম কোর্টের এডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ।
আরো ছিলেন দক্ষিণের দপ্তর সম্পাদক মো:শাহজাহান চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভার সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ সান্টু ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আহম্মেদ আল আমিন।
বক্তৃতারা বলেন, একটি গনতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে যুবদল দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে। ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীনতাকে অর্থবহ করতে যুবদল ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুবদলের নেতাকর্মীরা সোচ্চার থাকবে।
এসএম/কেকে//