বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল
- Update Time : ০২:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৪ Time View
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মহাসচিব আব্দুস সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন মিয়া।
প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সারাদেশে থেকে আসা ৩৫১ কাউন্সিলরের ভোটে নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট হবে।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আজ এ সম্মেলন অনুষ্ঠিত হলো। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান সরদার। নিবার্চন পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান ভূঞা।
কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাসস এর বিশেষ প্রতিনিধি দিদারুল আলম দিদার।
কাউন্সিল অধিবেশনে আগত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, প্রাথমিক শিক্ষকদের বিদ্যমান বৈষম্য নিরসন করে তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
ডিএএম/কেকে//