বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম আপিল বিভাগে ভ্যাকেশন জাজ মনোনীত
- Update Time : ০২:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলামকে আপিল বিভাগে ভ্যাকেশন জাজ হিসাবে মনোনীত করা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৪ মার্চ থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জাজ হিসাবে বিচারপতি মোঃ আশফাকুল ইসলামকে মনোনীত করা করেছেন প্রধান বিচারপতি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম কাল ২৪ মার্চ, আগামী ২৭ ও ৩১ মার্চ, ৩, ৮, ৯ ও ১৫ এপ্রিল তারিখে ভ্যাকেশন জাজ হিসাবে বেলা ১১ টা হতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
এসএম/ডিএএম//