শিরোনাম:
আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
- Update Time : ০২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম. ইনায়েতুর রহিম বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ২২ মার্চ দিনগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন। আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরার কথা রয়েছে। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতু রহিম। রেজিস্ট্রার জানান, আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে।
এসএম/কেকে//