বেসিক প্রিন্সিপালস্ অফ ডেন্টাল ফার্ফাকোলজি এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ
- Update Time : ১২:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ২ Time View
নিজস্ব প্রতিবাদেক:
বেসিক প্রিন্সিপালস্ অফ ডেন্টাল ফার্ফাকোলজি এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়েছে।
ডেন্টাল প্রফেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ডেন্টাল ফার্মাকলজি বিভাগের অতি জরুরী “বেসিক প্রিন্সিপালস অফ ডেন্টাল ফার্মাকলজি” বইয়ের দ্বিতীয় সংস্করণ উন্মোচিত হয়।
সিলেটের অভিজাত একটি কনফারেন্স হলে দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাইন্টিফিক পর্ব।
ডা: মো: মোসাদ্দেক হোসেন এর সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা: হুমায়ুন কবীর বুলবুল ও বিশেষ অথিতি বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: লাবুদা সুলতানা, হলিফ্যামিলী রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউটিটের এন্ডোডন্টিক বিভাগের প্রধান ডা: মির্জা আরিফুর রহমান, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স এর মহাসচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ।
প্রায় তিনশতাধিক ডেন্টাল পেশাজীবির উপস্হিতিতে বইটির লেখক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ডেন্টাল ফার্মাকলজি বিডাগের প্রধান ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার মহাসচিব ডা: মো: মুমিনুল হক বলেন দীর্ঘ পরিশ্রমের ফসল এই বইটি ডেন্টাল ছাত্রছাত্রীদের সহায়ক হবে, জ্ঞানের পরিধি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। উপস্হিত সবাই লেখকের এই মহৎ উদ্যোগকে অভূতপূর্ব প্রশংসা করেন।
আয়োজনের মুলে ছিল বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, সিলেট শাখা ও শাহজালাল মাইক্রোসকপিক এন্ডোডন্টিক সেন্টার।
এএসটি/ডিএএম//