দিদারুল আলম :
ইতালিয়ান ভাষা শিক্ষাকোর্স ও পরীক্ষা কেন্দ্র উদ্বোধন হবে বুধবার।
রাজধানীর মগবাজার এলাকায় শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কের গ্রীনল্যান্ড সেন্টারে ইতাল-বাংলা ও গ্রীনল্যান্ডের যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে।
ইতালবাংলা গ্রিনল্যান্ড এইচআরডি লিমিটেড কর্তৃক পরিচালিত এ কার্যক্রম বাংলাদেশ থেকে ইতালিতে দক্ষ জনশক্তি রপ্তানির ভিতকে শক্তিশালী করবে।
ইতালবাংলা গ্রিনল্যান্ড এইচআরডি লিমিটেডের নির্বাহী পরিচালক শাহ মুহাম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, বাংলাদেশ ও ইতালির সংস্কৃতি সহ নানা বিষয়ে বিনিময়ে আমরা গত তিন দশক ধরে কাজ করছি। আমাদের নানা উদ্যোগের ফলে ইতালিতে বর্তমানে কয়েক লক্ষ বাংলাদেশি কাজ করছে।
তাইফুর রহমান ছোটন বলেন, অদক্ষতা ও ইতালিয়ান ভাষা না জানার কারণে অনেক বাংলাদেশীকে ইতালিতে গিয়ে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে গিয়ে ভাষা না জানার কারণে কর্মহীন থাকায় আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে। আমরাই প্রথম ইতালিয়ান ভাষার উপরে বাংলাদেশে প্রশিক্ষণ সেন্টার স্থাপন করেছি। ইতালির স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এই নিয়ে দীর্ঘ সময় কাজ করছি।
ইতোমধ্যে বাংলাদেশ সরকার ও ইতালিয়ান সরকারের সাথে শ্রমিক নেয়া বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তাইফুর রহমান ছোটন বলেন, ৮ই মার্চ প্রথমবারের মতো ইতালি ভাষা শিক্ষার উপরে একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রীনল্যান্ড সেন্টার এর চতুর্থ তলায় এই পরীক্ষা অনুষ্টিত হবে। বাংলাদেশস্থ ইতালিয়ান রাষ্ট্রদূত এ পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।
ছোটন বলেন, ইতালিয়ান ভাষার উপর প্রশিক্ষন সম্পন্ন করে এবং ইতালির শ্রমজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে বাংলাদেশের জনশক্তিকে ইতালিতে পাঠানো সম্ভব হবে। এতে করে দালাল বা বিভিন্ন মিডিয়ায় নয় বৈধভাবে বাংলাদেশের তরুনরা অল্প খরচে ইতালিতে গিয়ে কাজ করার সূযোগ পাবেন।
ডিএএম/কেকে//
Leave a Reply