আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৩:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ০ Time View
নিজস্ব প্রতিবদেক:
আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মমিন মৈশান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়া, প্রধান আলোচক ছিলেন আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক এডভোকেট দিদারুল আলম দিদার,প্রতিষ্ঠানটির পরিচালক ইঞ্জিনিয়ার সফিউল আজম মৈশান রিপন,মিজানুর রহমান ভূইয়া,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা,শেখ আনিসুর রহমান, সাংবাদিক মোহাম্মদ গিয়াস উদ্দিন মাহবুব আলম খোকন, জহিরুল ইসলাম মেম্বার, জামাল হোসেন, জামাত উল্লাহ, আব্দুল মালেক, ওহাব খন্দকার।
স্কুলের প্রধান শিক্ষক কে এম আজাদ মাহমুদের সার্বিক তত্ত্ববধানে সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত মেহমানগন উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক নয়ন পাল।
স্কুলটির বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পরিবেশনায় উপস্থিত সকলে মুগ্ধ হন।
ডিএএম/জিইউ//