শিরোনাম:
ইসিতে জাপার চিঠি : লাঙ্গল প্রতীক বরাদ্দের ক্ষমতা একমাত্র জি এম কাদেরের
- Update Time : ০৫:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনে (ইসি) একটি চিঠি পাঠিয়েছে জাতীয় পার্টি।
পার্টির মহাসচিব এডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর দেয়া চিঠিতে বলা হয়, পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষর ছাড়া অন্য কারো স্বাক্ষরে যাতে জাতীয় পার্টির মনোনয়ন বা লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া না হয়।
শনিবার ১৮ নভেম্বর এই চিঠিটি ইসিতে পাঠানো হয়। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পার্টির প্রেস সেক্রেটার খন্দকার দেলোয়ার জালালী। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিশেষ দূত মাশরুর মওলা বলেন, নিয়ম অনুযায়ী একটি চিঠি দেয়া হয়েছে নির্বাচন কমিশনে। চিঠিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক বরাদ্দের একমাত্র ক্ষমতাপ্রাপ্ত হিসেবে জি এম কাদের বলে জানানো হয়েছে। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত হয়নি। এটি সামনের দু-এক দিনের মধ্যে জানা যাবে।
এসকে/কেকে//
Tag :