শিরোনাম:
মধ্যপ্রাচ্যে সংঘর্ষে এই পর্যন্ত ২২ সাংবাদিক নিহত
- Update Time : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে এই পর্যন্ত কমপক্ষে ২২ সাংবাদিক নিহত হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এই তথ্য জানিয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট জানিয়েছে, ২০ অক্টোবর পর্যন্ত দু’দেশের অন্তত ৪ হাজার লোক মারা গেছে। এর মধ্যে ২২জন সাংবাদিক। খবর তাস’র। সংস্থাটি জানিয়েছে, ‘গাজায় ইসরাইলি সৈন্যদের স্থল হামলাসহ বিধ্বংসী বিমান হামলা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যাবস্থা, তীব্র বিদ্যুৎ সংকটের কারণে সব খবর সংগ্রহ করতে সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।’ কমিটি বলছে, ২২ সাংবাদিকের নিশ্চিত মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮ ফিলিস্তিন, তিনজন ইসরাইলি এবং লেবাননের একজন। এছাড়া, আটজন আহত এবং তিনজন নিখোঁজ অথবা আটক রয়েছে কমিটি জানিয়েছে।
এসএম/কেকে//