নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মো: কাইয়ুম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
দেশে আইনজীবীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের প্রতিটি আইনজীবী সমিতিতে আইনজীবীদের স্বার্থরক্ষায় নানাবিদ কর্মসূচীর পাশাপাশি আইনের শাসন, গনতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ লড়াই সংগ্রাম করতে গিয়ে সংগঠনটির শীর্ষ নেতৃত্বসহ বিপুল সংখ্যক আইনজীবীকে ক্ষমতাসীন মহলের হামলা-মামলার শিকার হতে হচ্ছে। এডভোকেট কাইযুমও হামলা-মামলার শিকারদের অন্যতম। তাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়ার সংগঠটির নীতি নির্ধারকদের ধন্যবাদ জানান তিনি।
অনলাইন নিউজ পোর্টাল সারাদেশ.নেটের (saradesh.net) সুপ্রিমকোর্ট প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এডভোকেট মো: কাইয়ুম।
দেশের বিশিষ্ট আট আইনজীবীকে উপদেষ্টা করে সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীকে সভাপতি, সুপ্রিমকোর্ট বার এর নির্বাচিত সাবেক টানা সাত বারের এর সম্পাদক ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সিনিয়র সহসভাপতি, সুপ্রিমকোর্ট বার সাবেক দুই বারের সম্পাদক ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদলসহ ২৫জন বিশিষ্ট আইনজীবীকে সহসভাপতি, ব্যারিষ্টার কায়সার কামালকে মহাসচিব, সুপ্রিমকোর্ট বার সাবেক দুই বারের সম্পাদক ব্যারিষ্টার মো: রুহুল কুদ্দুস কাজলকে সিনিয়র যুগ্ম মহাসচিব, এডভোকেট ওমর ফারুক ফারুকী, এডভোকেট মোহাম্মদ আলীসহ ছয় আইনজীবী নেতাকে যুগ্ম মহাসচিব, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে হয়েছে। কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এডভোকেট মো: কাইয়ুম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
উপদেষ্টাগন হলেন-ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এডভোকেট আহম্মদ আজম খান, এডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী, এডভোকেট ফজলুর রহমান, এডভোকেট আফজাল এইচ খান ও এডভোকেট বোরহান উদ্দিন।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।
এসকে/কেকে//
Leave a Reply