নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার দুপুরে তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, এডিসি হারুনকে প্রত্যাহার করা হয়েছে।
ছাত্রলীগের নেতাদের নির্যাতনের অভওযোগে পুলিশের এডিসি হারুন প্রত্যাহার করা হলো। তার বিরুদ্ধে এরূপ নির্যাতনের অভিযোগ পূর্বেও ছিলো।
গত মার্চে অনুস্টিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সংবাদ সংগ্রহকালে এডিসি হারুনের বর্বরোচিত ও নির্মম হামলার শিকার হন সাংবাদিকরা। তখন এডিসি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোড়ালো দাবী উঠলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করেছিলেন।
ডিএএম/এমএম//
Leave a Reply