এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়া প্রশ্নে হাইকোর্টের রুল
- Update Time : ০৪:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক:
এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি কে, এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৩ আগস্ট রিটটি দায়ের করেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।
রিটের পক্ষে আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে এবি পার্টির সকল শর্ত পূরণ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) দলটিকে নিবন্ধন দেয়নি। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনকে রেসপনডেন্ট (বিবাদী) করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডিএএম/এসএ//