`শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৭:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ০ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনজীবী।
সোমবার ২১ আগস্ট সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা অংশ নিয়ে বিচার বিভাগকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান।
আইনজীবী সমাবেশে অংশ নিয়ে সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আজ যা দেখছি তাকে বিচার বিভাগ ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কোনোভাবে কাম্য হতে পারে না।’ তিনি বলেন, ‘বিচারকরা যদি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তা হলে আইনের শাসন বলতে কিছু থাকে না। বিচার বিভাগ ও প্রশাসন একত্র হলে আইনের শাসন থাকবে না। দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তা না হলে তারা যদি বিচার করেন, সে বিচার হবে না। তা বিচারের নামে অবিচার হবে।
সভায় ইউনাইডেট ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) কো-কনভেনার এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘অতীতে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদদের শিক্ষা দিয়েছি। বিচারপতি হোন বা আইনজীবী হোন অন্যায় করে কেউ পার পাবেন না।’
আইনজীবী সমাবেশে আরো বক্তৃতা করেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক মো: রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অরো অংশ নেন আইনজীবী আবেদ রাজা, মামুন মাহবুব, মো: আক্তারুজ্জামান, মোরশেদ আল মামুন লিটন, কামরুজ্জামান মামুন, সগীর হোসেন লিওন, মো: কামাল হোসেন, রেজাউল করীম রেজা, মাহবুবুর রহমান খান, মাহমুদ হাসানসহ বিপুল সংখ্যক আইনজীবী।
সুপ্রিমকোর্টসহ দেশের সকল জেলা বারে পোস্টার:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশে সকল জেলা বারে এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উই ডোন্ট ওয়ান্ট বায়াস অ্যান্ড আনফেয়ার জুডিশিয়ারি (আমরা প্রভাবিত বিচার বিভাগ চাই না) পোস্টার লাগিয়েছে। সোমবার সুপ্রিমকোর্ট বার ভবনের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এমন পোস্টার দেখা যায়।
বিষয়েটি নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, সারা দেশে বিচারের নামে প্রহসন চলছে। আদালতের পরিবেশ আজ দ্বিধাবিভক্ত। বলতে দ্বিধা নেই যে আজ বিএনপির জন্য এক আইন প্রচলিত। আর অন্যদের জন্য তাদের উপযোগী আইন প্রচলিত। এই কারণে আমরা বলছি-উই ডিমান্ড ইমপারশিয়াল অ্যান্ড ফেয়ার জুডিশিয়ারি (আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার বিভাগ চাই)। উই ডোন্ট ওয়ান্ট বায়াস অ্যান্ড আনফেয়ার জুডিশিয়ারি (আমরা প্রভাবিত বিচার বিভাগ চাই না)।
এমকে/ডিএএম//