বাগেরহাটের মোংলায় থানার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানির অভিযোগ আনলেন এক ভুক্তভোগী পরিবার
- Update Time : ০৫:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট জেলার মোংলা থানার ওসি মোঃ শামসুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলায় এক পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদসহ বিভিন্ন হয়রানির অভিযোগ আনলেন এক ভুক্তভোগী পরিবার।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই ওসি’র অপসারণসহ তার শাস্তির দাবী করেছে ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল গফুরের স্ত্রী শামীমা ইয়াসমিন।
লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় মাদক ব্যবসায়ী ভূমিদস্যূ টাইগার জলিলের নেতৃত্বে আবদুল গফুরের পরিবার ও স্বজনদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে গড়িমসি করেন এবং বিলম্বে মামলা নেন। কিন্তু মোংলা থানা পুলিশ আসামী গ্রেফতারের কোন চেষ্টাই করেননি। উল্টো ভুক্তভোগী ওই পরিবারের ওপর হামলাকারীদের পক্ষে মামলা নিয়ে তাদেরকে বাড়ী থেকে উচ্ছেদসহ আটক করে হয়রানি করা হয়। বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিষয়ে ব্যবস্থা নিতে ভুক্তভোগী পরিবারটি উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। এখন পর্যন্ত কোন সাড়া না পেয়ে বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচার দাবী করেন পরিবারটি। ওই ওসিকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
মোশারফ/ডিএএম//