একদফা দাবীতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি :
জনগনের ভোটাধিকার নিশ্চিতে নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার একদফা দাবীতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে আইনজীবীরা।
রোববার ৩০ জুলাই দুপুর ১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রিমকোর্ট বার ভবন থেকে মিছিল শুরু করে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করে তারা। পরে মিছিলটি জাতীয় ঈদগাহ ময়দান, কদম ফোয়ারা, সুপ্রিমকোর্টের প্রধান গেটের সামনে দিয়ে আবারো সুপ্রিমকোর্টে প্রবেশ করে।
মিছিলে কয়েকশো আইনজীবী অংশ নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলে সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দীন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ, সদস্য সচিব শাহ আহম্মেদ বাদল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল,আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট বার ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী আবেদ রাজা, মোহাম্মদ আলীসহ কয়েকশ’আইনজীবী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গণগ্রেফতার করে লাভ হবে না। বিএনপির ৪২ লাখ নেতাকর্মী গ্রেফতার হতে রাজি আছে।’ তিনি সরকারের পতনের আন্দোলনে আইনজীবী ও দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অনেক নেতা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তারেক রহমানের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন। যা রাজনীতির জন্য শুভ নয়। ওবায়দুল কাদের সাহেব আয়নায় নিজের চেহারা দেখুন। ইট মারলে কিন্তু পাটকেল খেতে হয়। তারেক রহমান তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তার ব্যাপারে কথা বলার সময় রাজনৈতিক শিষ্টাচার মেনে চলুন।’ কায়সার কামাল আরো বলেন, ‘এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না।’
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, বিএনপির জনরোষের মুখে এই সরকার ভেসে যাবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।
এমকে/ডিএএম/এসএম//