Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে-ডিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ : জরুরি মামলা শুনানিতে অবকাশকালীন বেঞ্চ জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নতুন কমিটির অভিষেক : সভাপতি রফিকুল মহাসচিব সাত্তার সাংগঠনিক তোফাজ্জল কোটায় চাকরি : কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন : সুপ্রিম কোর্ট প্রশাসন মতিঝিল থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে নির্দেশনা চেয়ে রিট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার সাংগঠনিক সম্পাদক তফাজ্জল বুড়িচং জগতপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার

ডিইউজে নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ বিজয়ী : এবারো সর্বোচ্চ ভোট পেলেন দিদারুল আলম দিদার

  • Update Time : ০৩:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ০ Time View

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন।

সর্বোচ্চ ভোট পেয়েছেন যুগ্ম সম্পাদক প্রার্থী বাসস এর সিনিয়র রিপোর্টার (আইন) দিদারুল আলম দিদার। এর আগে তিনি ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেল শহিদ-খুরশীদ পরিষদ ও প্রধান-নাহিদ পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়া কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ২৩১৭ ভোটারের মধ্যে ১৩২০ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদের সভাপতি প্রার্থী দৈনিক সংগ্রামের মো: শহিদুল ইসলাম ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের সংবাদ সারাবেলার জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৪৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের অর্থনীতি প্রতিদিনের খুরশীদ আলম ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের আজকালের খবরের এরফানুল হক নাহিদ পেয়েছেন ৪৯৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে শহিদ-খুরশীদ পরিষদের তিনজনই বিজয়ী হয়েছেন। ইনকিলাবের রফিক মুহাম্মদ পেয়েছেন ৭৩৬ ভোট, খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৭২৭ ভোট এবং দিনকালের রাশেদুল হক পেয়েছেন ৬৮১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের আবু সালেহ ৩৮২, মোহাম্মদ মাসুদ ৩১৪ ও নির্মল চক্রবর্তী পেয়েছেন ১৯৯ ভোট। স্বতন্ত্র দেওয়ান মাসুদা সুলতানা ২২০ ভোট ও এম আই ফারুক আহমেদ ৮১ ভোট পেয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের মো: দিদারুল আলম দিদার পেয়েছেন ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের মর্তুজা সাঈদ টিসু পেয়েছেন ২২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান আল বান্না পেয়েছেন ৮০ ভোট। দিদার পেয়েছেন সর্বোচ্চ ভোট।

কোষাধ্যক্ষ পদে শহিদ-খুরশীদ পরিষদের খন্দকার আলমগীর হোসাইন ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের বোরহান উদ্দিন ফয়সাল পেয়েছেন ৪৫৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের সাঈদ খান ৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার ডি এম আমিরুল ইসলাম অমর পেয়েছেন ৩৯১ ভোট। প্রধান-নাহিদ পরিষদের আক্তারুজ্জামান রকি পেয়েছেন ২৯৪ ভোট।

প্রচার সম্পাদক পদে নয়া দিগন্তের আবুল কালাম ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের জেসমিন জুই পেয়েছেন ৪৫১ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের রফিক লিটন ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ আনোয়ার পেয়েছেন ৩২৩ ভোট।

জনকল্যাণ সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের বাংলাদেশ প্রতিদিনের সালাহ উদ্দিন রাজ্জাক ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের জাকির হোসেন পেয়েছেন ৪০০ ভোট।

দফতর সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদ থেকে নয়া দিগন্তের ইকবাল মজুমদার তৌহিদ ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের এইচ এম আল আমিন পেয়েছেন ৫৯২ ভোট।

সদস্য পদে শহিদ-খুরশীদ পরিষদ থেকে নয়া দিগন্তের আমীর হামযা চৌধুরী ৭৪৫ ভোট, মো: নিজাম উদ্দিন (দরবেশ নিজাম) ৭৩৯, রাজু আহমেদ ৭১২, এম মোশাররফ হোসাইন ৬৯৪, তালুকদার এইচএম নুরুল মোমেন (তালুকতার রুমী) ৬৮৮, মুহাম্মদ আনোয়ারুল হক (গাজী আনোয়ার) ৬৭১, মো: আব্দুল্লাহ মজুমদার ৫৭৯, ফখরুল ইসলাম ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের আব্দুল হালিম ৩০৭ ভোট, মাহফুজুল আলম জাহিদ ১৭৩, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ২১৪, ওমর ফারুক ২৭২, এম সামাদ মতিন ২৬৭, শাহীন গাজী ৪২৫, জিয়াউর রহমান ৩৮২, তাসলিম চৌধুরী ১৬৪ পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী সানজীদা আকতার শবনম ৩৯৯, জাহিদুর রহমান ১৮২, নুরুল আবছার ৫৯ ও তাজউদ্দিন আহমেদ ৫১ ভোট পেয়েছেন।

এসকে/ডিএএম//

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডিইউজে নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ বিজয়ী : এবারো সর্বোচ্চ ভোট পেলেন দিদারুল আলম দিদার

Update Time : ০৩:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন।

সর্বোচ্চ ভোট পেয়েছেন যুগ্ম সম্পাদক প্রার্থী বাসস এর সিনিয়র রিপোর্টার (আইন) দিদারুল আলম দিদার। এর আগে তিনি ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেল শহিদ-খুরশীদ পরিষদ ও প্রধান-নাহিদ পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়া কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ২৩১৭ ভোটারের মধ্যে ১৩২০ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদের সভাপতি প্রার্থী দৈনিক সংগ্রামের মো: শহিদুল ইসলাম ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের সংবাদ সারাবেলার জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৪৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের অর্থনীতি প্রতিদিনের খুরশীদ আলম ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের আজকালের খবরের এরফানুল হক নাহিদ পেয়েছেন ৪৯৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে শহিদ-খুরশীদ পরিষদের তিনজনই বিজয়ী হয়েছেন। ইনকিলাবের রফিক মুহাম্মদ পেয়েছেন ৭৩৬ ভোট, খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৭২৭ ভোট এবং দিনকালের রাশেদুল হক পেয়েছেন ৬৮১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের আবু সালেহ ৩৮২, মোহাম্মদ মাসুদ ৩১৪ ও নির্মল চক্রবর্তী পেয়েছেন ১৯৯ ভোট। স্বতন্ত্র দেওয়ান মাসুদা সুলতানা ২২০ ভোট ও এম আই ফারুক আহমেদ ৮১ ভোট পেয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের মো: দিদারুল আলম দিদার পেয়েছেন ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের মর্তুজা সাঈদ টিসু পেয়েছেন ২২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান আল বান্না পেয়েছেন ৮০ ভোট। দিদার পেয়েছেন সর্বোচ্চ ভোট।

কোষাধ্যক্ষ পদে শহিদ-খুরশীদ পরিষদের খন্দকার আলমগীর হোসাইন ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের বোরহান উদ্দিন ফয়সাল পেয়েছেন ৪৫৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের সাঈদ খান ৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার ডি এম আমিরুল ইসলাম অমর পেয়েছেন ৩৯১ ভোট। প্রধান-নাহিদ পরিষদের আক্তারুজ্জামান রকি পেয়েছেন ২৯৪ ভোট।

প্রচার সম্পাদক পদে নয়া দিগন্তের আবুল কালাম ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের জেসমিন জুই পেয়েছেন ৪৫১ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের রফিক লিটন ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ আনোয়ার পেয়েছেন ৩২৩ ভোট।

জনকল্যাণ সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদের বাংলাদেশ প্রতিদিনের সালাহ উদ্দিন রাজ্জাক ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের জাকির হোসেন পেয়েছেন ৪০০ ভোট।

দফতর সম্পাদক পদে শহিদ-খুরশীদ পরিষদ থেকে নয়া দিগন্তের ইকবাল মজুমদার তৌহিদ ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের এইচ এম আল আমিন পেয়েছেন ৫৯২ ভোট।

সদস্য পদে শহিদ-খুরশীদ পরিষদ থেকে নয়া দিগন্তের আমীর হামযা চৌধুরী ৭৪৫ ভোট, মো: নিজাম উদ্দিন (দরবেশ নিজাম) ৭৩৯, রাজু আহমেদ ৭১২, এম মোশাররফ হোসাইন ৬৯৪, তালুকদার এইচএম নুরুল মোমেন (তালুকতার রুমী) ৬৮৮, মুহাম্মদ আনোয়ারুল হক (গাজী আনোয়ার) ৬৭১, মো: আব্দুল্লাহ মজুমদার ৫৭৯, ফখরুল ইসলাম ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রধান-নাহিদ পরিষদের আব্দুল হালিম ৩০৭ ভোট, মাহফুজুল আলম জাহিদ ১৭৩, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ২১৪, ওমর ফারুক ২৭২, এম সামাদ মতিন ২৬৭, শাহীন গাজী ৪২৫, জিয়াউর রহমান ৩৮২, তাসলিম চৌধুরী ১৬৪ পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী সানজীদা আকতার শবনম ৩৯৯, জাহিদুর রহমান ১৮২, নুরুল আবছার ৫৯ ও তাজউদ্দিন আহমেদ ৫১ ভোট পেয়েছেন।

এসকে/ডিএএম//