গৃহশিক্ষিকাকে বেতন চাইতে গেলে মারধর : ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তায় উদ্ধার
- Update Time : ০৮:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ২ Time View
ক্রাইম ডেস্ক:
গৃহশিক্ষিকাকে বেতন চাইতে গেলে মারধরের অভিযোগ আনা হয়েছে এক ছাত্রের অভিভাবকের বিরুদ্ধে।
পেশায় হাউজ টিউটর রেহানা আক্তার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ান। এ শিক্ষিকা রাজধানীর মতিঝিল এলাকার এজিবি কলোনীর আইডিয়াল জোনের বাড়ী নং ৬১/১০ এর দ্বিতীয় তলায় মায়া ও মো: ফিরোজ দম্পতির ছেলেকে বাসায় গিয়ে দুই বেলা পড়াতেন। গত ১ জুন পড়ানো শেষে বেতন চাইলে শিক্ষার্থীর মা মায়া প্রথমে খারাপ আচরন করেন। ওই শিক্ষিকা জানান, আমি উনার সন্তানকে পড়াই। বেতন চাইতে গেলে তিনি হাতে টাকা না থাকলে বলতে পারতেন। তা না করে আমার সাথে প্রথমে খারাপ ব্যবহার করেন। পরে গায়ে হাত তুলে বাসায় আটকে রাখেন।
আশপাশের লোকজন এগিয়েে এসে তাকে নিবৃত করতে চেষ্টা করেন। এক পর্যায়ে আমি ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাই। পুলিশ গিয়ে আমায় উদ্ধার করে। আমি ঘটনায় হতচকিত হয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়ি। কোন অভিভাবক তার সন্তানের শিক্ষিকার সাথে এরূপ আচরন করতে পারে আমি তা আগে কখনো স্বপ্নেও ভাবি নাই। পুলিশকে আমার ওই ছাত্রও সত্য ঘটনা বলেছে। ওই শিক্ষিকা জানান, ওই মহিলা আগেও তার বাসায় শিক্ষকদের সাথে এমন আচরন করেছেন বলে শুনেছি।
এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় একটি জি.ডি করা হয়েছে (জি.ডি নং-৫০৭ তারিখ-০৮-০৬-২০২৩ ইং)। সাব ইন্সপেক্টর আরাফাত অভিযোগের তদন্ত করছেন।
একে/ডিএএম//