মেয়র তাপসের কটূক্তির প্রতিবাদে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০৭:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি :
বিচার বিভাগ সম্পর্কে কটূক্তি ও সুশীলদের হত্যার হুমকি দেয়ার দায়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
সোমবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শত আইনজীবী তার গ্রেফতারের দাবি জানান।
সোমবার দুপুর ১টায় সুপ্রিমকোর্ট বার ভবন থেকে বিএনপিপন্থী আইনজীবীরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে মাজার গেট, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ মায়দান হয়ে সুপ্রিমকোর্টের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়।
দুপুর দেড়টার দিকে সেখানে মানববন্ধন শুরু হয়। এ সময় আইনজীবীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ছিল। ব্যানারে লেখা ছিল, বিচার বিভাগ সম্পর্কে কটূক্তি ও সুশীলদের হত্যার হুমকি দাতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচার চাই।
মানববন্ধনে সাবেক এটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও মো: রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, আবদুল্লাহ আল মাহবুব প্রমূখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন: দুপুর দেড়টা থেকে সোয়া ২টা পর্যন্ত সুপ্রিমকোর্টের প্রধান গেটে মানববন্ধনে সভাপতির বক্তৃতায় সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মেয়র তাপসকে উদ্দ্যেশ্য করে বলেন, আপনি সুপ্রিমকোর্টকে কলঙ্কিত করেছেন। এটাকে আইনের আওতায় আনতে হবে।
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিনা ভোটে দখলদার মেয়র তাপস বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। তিনি সুশীলদের বস্তায় ভরে বুড়িগঙ্গার কালোপনিতে নিক্ষেপ করার যে বক্তব্য দিয়েছেন, তা পূর্ব পরিকল্পিত এবং ফৌজদারী অপরাধ। আমরা অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবী সমাজকে এই সরকারকে মোকাবেলা করার আহ্বান জানান।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এমন বক্তব্য দেয়ার পরও সুপ্রিমকোর্ট কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা ব্যবস্থা নেন। আমি বলতে চাই, আপিল বিভাগ হলো দেশের বিচার বিভাগের অবিভাবক। এখনো কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিচ্ছেন না। আপনারা কি ভয় পান? দয়া করে সাহস করুন।
এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, মেয়র তাপস জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এই জন্য জনগণের প্রতি তার দায়বদ্ধতা নাই। তিনি আরও বলেন মেয়র তাপসকে ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে তা না হলে তাকে সুপ্রীম কোর্টে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অবিলম্বে মেয়র তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আগামী ৩১ মে দুপুর ১টায় সুপ্রিমকোর্টসহ দেশের সকল জেলা বারে বিচার বিভাগ সম্পর্কে কটূক্তি ও সুশীলদের হত্যার হুমকি দাতা ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে আইনজীবী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের সভাপতি সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এ কর্মসূচি ঘোষণা করেন।
এমকে/ডিএএম//