মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি :
ভোট ডাকাতি এবং আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩-২০২৪ এ পুলিশ দিয়ে ভোট কেন্দ্র দখল করে আওয়ামী বাকশালীদের একতরফা নির্বাচন ও
জালিয়াতির মাধ্যমে আওয়ামী সন্ত্রাসী আইনজীবীরা ভোট চুরি করে একতরফাভাবে ফল ঘোষণা করে বলে আইনজীবীদের অভিযোগ।
আজ বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট বার এর সাত বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট আবেদ রাজা,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট রফিকুল ইসলাম মন্টু, এডভোকেট আবদুল্লাহ আল মাহবুব, এডভোকেট মাহবুবুর রহমান খান সহ কয়েকশ’আইনজীবী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, সঞ্চালনা করেন সুপ্রিমকোর্ট ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
এমকে/ডিএ//
Leave a Reply