সুপ্রিমকোর্ট বারের ইফতারে প্রধান বিচারপতি আসেননি : আইনজীবীদের কালো পতাকা মিছিলসহ ব্যাপক প্রতিরোধ
- Update Time : ১১:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ০ Time View
মু : কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
ব্যাপক পুলিশী তান্ডব চালিয়ে আইনজীবী ও সাংবাদিকদের হামলা করে ভোটচুরির মাধ্যমে জোড়পূর্বক ঘোষিত সুপ্রিমকোর্ট বার একতরফা কার্যনির্বাহী কমিটির ইফতার অনুষ্টানে আসেননি প্রধান বিচারপতি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করা হয় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ অন্যান্য বিচারপতিদের। তবে শেষ পর্যন্ত এ অনুষ্ঠানে কেউই আসেননি।
এদিন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রধান বিচারপতিকে ইফতারে আমন্ত্রণ জানালেও বিএনপি সমর্থক আইনজীবীসহ সাধারণ আইনজীবীরা না আসতে অনুরোধ করেছিলেন।
বিকেলে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে বিক্ষদ্ধ আইনজীবীরা তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠে।
এদিকে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি সমর্থিত আইনজীবী ও এডহক কমিটির মধ্যে বাঁধে দ্বন্দ্ব। পারস্পরিক বিরোধে অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলা হলেও পরে উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।
ইফতার নিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া বিক্ষোভ ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ৬ এপ্রিল বেলা ৪টায় সমিতির দুটি হল রুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে দুই পক্ষের আইজীবীদের মধ্যে হাতাহাতি-ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হল রুমে ইফতার মাহফিলের ব্যানার, চেয়ার টেবিল ভাচুর করা হয়।
বিকেল সাড়ে ৪টা দিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সমিতির ২নং হল রুমে প্রবেশ করে তাদের ইফাতার ব্যানার টানাতে গেলে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাদের ব্যানার কেড়ে নেয়। এসময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একই সময় বিএনপি সমর্থকসহ সাধারণ আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করে। এতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ার-টেবিল ফেলে দেওয়া হয়। এরপর সমিতির ১নং হল রুমে দুই পক্ষের আইনজীবীরা প্রবেশ করে। তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ইফতার মাফিলের চেয়ার টেবিল তছনছ হয়ে যায়। এরপর বেলা সাড়ে ৪টা থেকে থেমে থেমে দুই পক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন। ইফতারের আগ পর্যন্ত দুই পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বেলা সোয়া ৫টার দিকে বিএনপি সমর্থক আইনজীবীসহ সাধারণ আইনজীবীরা সমিতি ভবনের নীচে মাটিতে বসে অবস্থান নেন। তারা প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ইফতার মাহফিলে অংশ না নেওয়ার আহ্বান জানান। তারা সেখানে ইফতারের সময় পর্যন্ত অবস্থান করেন।
এসময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী মো: রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েকশ আইনজীবী মাটিতে বসে ইফতার করেন।
আর সরকার সমর্থক আইনজীবীরা দুই তলায় অবস্থান করেন। তারা হল রুমে ইফতার করেন। এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সিমিতির ১নং হল রুমে ইফতারে অংশ নেন।
এদিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সদস্য সচিব শাহ আহমেদ বাদলের নেতৃত্বে এডহক কমিটির সদস্যরা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে নীচ তলায় অবস্থান করেন। তারা সেখানেই ইফতার করেন।
এ দিকে ভাঙচুরের ঘটনায় দুই পক্ষই দুই পক্ষকে অভিযুক্ত করেছে।
সম্প্রতি সমিতির নির্বাচন সাধারণ সদস্যদের এক তলবি সভা গঠিত হয়। সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) আহ্বায়ক মহসিন রশিদ বলেন, সুপ্রিমকোর্ট বারের যেটা হয়েছে, এটা নিন্দনীয়। এটা ঘটনো উচিৎ হয়নি। আইনজীবীদের মধ্যে এটা হওয়া উচিৎ নয়। আমরা এডহক কমিটি কারো পক্ষে নই। আমরা চাই আগামী ১৪-১৫ জুন সুপ্রিম কোর্ট বারে একটি সুষ্ঠু নির্বাচন করতে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, বিএনপি সমর্থক আইনজীবীরা ভাঙচুর করেছে। তারপরও আমরা ইফতার মাহফিল করেছি। তাদের কারণে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ইফতার মাহফিলে আসেননি।
তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ভাঙচুরের সাথে আমাদের কেউ জড়িত নন। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।
এমকে/ডিএএম//