সুপ্রিমকোর্ট প্রতিবেদক:
শতকোটি টাকা মানিলন্ডারিং মামলায় এহসান গ্রুপের রাগীব আহসানকে জামিন দেয়নি হাইকোর্ট।
বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি খন্দকার দীলিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ জামিন আবদেনটির শুনানি হয়।
ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সারাদেশকে বিষয়টি জানান।
ডেপুটি এটর্নি জেনারেল বলেন, এহসান গ্রুপের মালিক মুফতি রাগিব আহসানের বিরুদ্ধে ১০১ কোটি ৪৫ লক্ষ টাকার মানিলন্ডারিং মামলায় জামিন দেয়নি হাইকোর্ট। এ আসামীর বিরুদ্ধে জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিনাম অর্থ হাতিয়ে তা আত্মসাৎ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত আসামী অপরাধ করেছে। পিরোজপুর সদর থানায় মামলাটি রুজু করা হয়।
রাগীব আহসানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার জমিরুদ্দিন সরকার এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
ডিএএম/কেকে/
Leave a Reply