প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘কুমিল্লায় যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাইফ উদ্দিন সবুজ।
যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে একটি প্রোগামে সবুজের উপস্থিতির নাম সংবাদে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে তিনি ওই প্রোগামে উপস্থিত ছিলেন না বলে জানান।
প্রতিবাদ লিপিতে তিনি জানান, ‘আমি সাইফ উদ্দিন সবুজ (সবুজ আহম্মদ) সাবেক সভাপতি, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদল। প্রকাশিক সংবাদটি একান্তই যুবদলের প্রোগ্রামের। আমি ছাত্রদলের কর্মী হিসেবে ওই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারি না। উল্লেখিত সংবাদে আমার নাম, পদ-পদবি ব্যাবহার করা হয়েছে। অথচ আমি ওই দিনের যুবদলের ক্ষব্ধদের বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলাম না। আমি উপস্থিত না থাকা সত্ত্বেও আমাকে এবং আমার নাম,পদ-পদবী ব্যাবহার করে সংবাদ প্রকাশ করার তীব্র প্রতিবাদ জানাই।’
সবুজ বলেন, জাতীয়াতাবাদী ছাত্রদলের সকল কর্মসূচি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠন। তাই একজন কর্মী হিসেবে মূলদল বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) সকল কর্মসূচি সাফল্যে ভুমিকা রাখতে চেষ্টা করি আমি। এখানে শুধু যুবদলের কোনো বিচ্ছিন্ন কর্মসূচিতে আমার অংশগ্রহণের কোন সূযোগ নেই।
এমএইচবি//
Leave a Reply