আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের দোয়া-মাহফিল
- Update Time : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ০ Time View
মু: কাইয়ুম, সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে সুপ্রিমকোর্ট বার মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দোয়া মাহফিলের আয়োজন করেছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এটর্নি জেনারেল সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট বার সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির জনপ্রিয় সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, কামরুজ্জামান মামুন, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার ইমাম হোসেন, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ,মোর্শেদ আল মামুন লিটন, সুজা, জুলফিকার আলম শিমুল, ফয়সাল সিদ্দিকী, নজরুল ইসলাম ছোটন, কাজী রহমান মানিক, মু: কাইয়ুম প্রমুখ।
ডিএএম/এমকে//