ঢাকা দক্ষিণ সিটি কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পক্ষে এলাকাবাসীর মানববন্ধন
- Update Time : ০১:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ০ Time View
মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদার-বিশেষ প্রতিবেদক:
রাজধানীর লালবাগে স্যার সলিমুল্লাহ এতিমখানায়, চলমান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ১৭ জানুয়ারি সকালে আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এলাকাবাসী ছয় দফা দাবি তুলে ধরেন।
দাবির মধ্যে রয়েছে- সরকারি আইন না মেনে করা স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার অবৈধ কমিটি বিলুপ্ত করে নবাব পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি করা। এছাড়া কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নিয়ে কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, দুর্নীতিবাজ ও অপপ্রচারকারী চক্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র করে গড়ে উঠা একটি দুর্নীতিবাজ চক্রকে দুর্নীতিতে বাধা দেয়ার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মানিক।
অতা/ডিএএম//