সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
বান্দরবনের রুমায় সেনা সদস্য হত্যা মামলার দুই আসামীকে জামিন দেয়নি হাইকোর্ট।
বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি মঙ্গলবার আদালতের বিষয়টি জানান।
তিনি বলেন, গতবছর ২ ফেব্রুআরি রাতে বান্দরবন জেলায় রুমা উপজেলার দূর্গম সীমান্তবর্তী সেপ্রু অঞ্চলের পাহাড়ে সেনাবাহিনীর টহল দলের উপর অতর্কিত হামলা করে জনসংহতি সমিতির (মুল) দলের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী। সন্ত্রাসীদের ছোড়া গুলি মাথায় লাগলে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে তিন পাহাড়ি সন্ত্রাসী নিহত হন। ওই ঘটনায় পরে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার হয়। ঘটনায় হত্যা মামলা দায়ের হলে রুমা থানা পুলিশ আথুই মং মারমা, নুমং প্রু মারমা, উক্য মং মারমা, থুইমং প্রু মারমা ও থুইনু মারমাকে গতবছর ২২ মে গ্রেফতার করে। আসামি থুইমং প্রু মারমা ও থুইনু মারমা জামিনের আবেদন করেন। আদালত আজ তা নাকচ করে আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘এটা কোন সাধারন হত্যাকান্ড নয় এর সাথে রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্বভৌমত্ব জড়িত।’
তিনি বলেন, শুনানিশেষে আদালত জামিন প্রদানে অপারগতা প্রকাশ করে অভিমত দেন যে বান্দরবনের বর্তমান পরিস্থিতিতে এ দুই আসামিকে জামিন দেয়া সমুচিত হবে না।
ডিএএম/কেকে//
Leave a Reply