বিএনপির গণ-অবস্থান কর্মসূচীতে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ
- Update Time : ০১:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ০ Time View
নিজস্ব প্রতিবদেক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ নেতারা।
অবস্থান কর্মসূচী সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র এডভোকেট সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির জনপ্রিয় সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থান নেন।
আজ বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঞ্চলনায় ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
গণ-অবস্থান কর্মসূচি মঞ্চে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।
এর আগে, কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রবাসে অবস্থান করা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান পরিবেশ করেন সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীরা। গান পরিবেশের সময় ঠোঁট মেলান গণঅবস্থানে অংশ নেয়া বিএনপির নেতাকর্মীরা।
এসএম/কেকে//