সুপ্রিমকোর্ট প্রতিবদেক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোঃ সেলিম ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টে ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ৩ জানুয়ারি এই আদেশ দেন।
আদালতে জামিন আবদনের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট জনাব জয়নুল আবেদীন। শুনানিতে শতাধিক আইনজীবী তাকে সহায়তা করেন।
আদেশের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আহত হন অনেকে।
ওইদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দলের কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েকশ নেতা-কর্মীকে। পরদিন রাতে ফখরুল ও আব্বাসকে তাদের বাসা থেকে আটক করা হয়। পুলিশের ওপর হামলা ও উস্কানি দেয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ৯ ডিসেম্বর আদালতে পাঠানো হয় তাদের।
আদালতে তাদের পক্ষে জামিন আবেদন হলেও তা নাকচ করে পাঠানো হয় কারাগারে। এরপর ১২ ডিসেম্বরও তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়। গত ১৫ ও সর্বশেষ ২১ ডিসেম্বর তাদের জামিন আবেদন নাকচ হয়। এরপর হাইকোর্টে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়।
একে/এসএম//
Leave a Reply