সুপ্রিমকোর্ট প্রতিনিধি:
ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত থাকা তিন বছরের অধিক পুরাতন সাড়ে ৮৭৭৪০ টি ফৌজদারি বিবিধ মামলার নথি নষ্ট করবে সুপ্রিমকোর্ট প্রশাসন।
গত ২২ ডিসেম্বর নথিগুলো নষ্টের বিষয়ে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-১) নাসরিন সুলতানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ রুলস অনুসারে এসব নথি নষ্ট করা হবে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে নথির বিষয়ে কেউ যোগাযোগ করলে তা নষ্ট করা হবে না। এরই মধ্যে এসব নথির তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লিখিত ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগের অনুরোধ করা হয়।
এ বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্টদের দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ৮৭ হাজার ৭৪০টি ফৌজদারি বিবিধ মামলার পার্ট-২ নথি নষ্ট করা হবে।
ডিিএম/কেকে//
Leave a Reply