২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির অভিভাষণ
- Update Time : ০৬:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল ২৭ ডিসেম্বর মতবিনিময় এবং অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সারাদেশের সকল জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একটি স্মারক জারি করেছে আইন মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ অল মামুন ভুইঁয়া স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে আগামীকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার ১১টায় সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন। এ অবস্থায় সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ডিএএম/কেকে//