দেশের কারাগারে শুন্য ৪৮ পদে চিকিৎসক নিয়োগে হাইকোর্ট নির্দেশ
- Update Time : ০৯:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবদেক :
দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষকে আগামী ৮ জানুয়ারির মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী জে আর খান রবিন আদালতের আদেশের বিষয়টি জানান।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রিটটির পক্ষে শুনানি করেন এডভোকেট জে আর খান রবিন। তিনি জানান, কারা কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিবেদন দাখিল করে বলেছে, কারাগারগুলোতে ৯৩ জন চিকিৎসক নিয়োগ ও সংযুক্ত করা হয়েছে। বর্তমানে ৪৮টি পদ শূন্য রয়েছে। শূন্য পদে নিয়োগের জন্য সময় প্রয়োজন। পরে আদালত শূন্যপদে নিয়োগে ওই নির্দেশ দেন।
গত বছরের ২১ সেপ্টেম্বর আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে ১১২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ১৪১টি পদের মধ্যে ১১২টি পদে চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে ২০১৯ সালের নভেম্বর মাসে আদালতে দেয়া আরেক প্রতিবেদনে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র চিকিৎসক রয়েছেন ১০ জন। ওই প্রতিবেদন দেখে হাইকোর্ট কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।
আইনজীবী জে আর খান রবিন বলেন, ২০১৯ সালের ২৩ জুন এক আদেশে আদালত সারাদেশের সব কারাগারে বন্দিদের ধারণক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্যপদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করেন। ওই নির্দেশ অনুসারে কারা মহাপরিদর্শক ব্রি.জে একেএম মোস্তফা কামাল পাশার পক্ষে ডেপুটি জেলার মুমিনুল ইসলাম একটি প্রতিবেদন দেন।
এ বিষয়ে রুল শুনানির ধারাবাহিকতায় সারাদেশের কারাগারগুলোতে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
ডিএএম//