১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের প্রচারপত্র বিলি করছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম
- Update Time : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবদেক:
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশের প্রচারপত্র বিলি ও মিছিল-সমাবেশ করেছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল জ্বালানি তেল,গ্যাস-বিদ্যু্ৎ,সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি,দুর্নীতি, অপশাসন গুম খুন, বিচার বর্হিভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এ গণসমাবেশ হবে।
এর আগে চট্রগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, ফরিদপুর, বরিশাল, সিলেট, কুমিল্লা ও রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ ও সরকারের বিভিন্ন হয়রানি ও বাধার পরও লক্ষ লক্ষ মানুষ সমাবেশগুলোকে অংশ নেন।
ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের নেতৃত্বে মঙ্গলবার লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এটর্নি জেনারেল সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
লিফলেট তথা প্রচারপত্র বিলির পাশাপাশি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন মিছিল করেছেন জাতীয়াতাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীগণ।
ডিএএম/কেকে//