ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপির ৪৫০ নেতা-কর্মীর হাইকোর্টে আগাম জামিন
- Update Time : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক:
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপির ৪৫০ নেতা-কর্মীর হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন।
নেত্রকোনা, বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ সাত জেলার মোট ৪৫০ জন হাইকোর্টে এ আগাম জামিন পেয়েছেন ।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে তার আজ আগাম জামিন লাভ করেন।
আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরা মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল , ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, এডভোকেট মাহবুবুর রহমান খান।
শুনানিকালে জামিন আবেদন পক্ষে উপস্থিত আইনজীবী ছিলেন এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, মাহমুদুল আরিফিন স্বপ্ন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এডভোকেট রিজবাহুল কবির রিজভী, এডভোকেট রুকনুজ্জামান সুজা, এডভোকেট গোলাম আক্তার জাকির, এডভোকেট ইউনুস আলী রবি, এডভোকেট আনিসুর রহমান রায়হান, এডভোকেট মেহবুবা জুঁই, এডভোকেট শেখ জুলফিকার আলম শিমুল, এডভোকেট নুরে আলম সিদ্দিক, এডভোকেট মাকসুদ উল্লাহ্, এডভোকেট রাসেল আহমেদ, এডভোকেট ফয়সাল সিদ্দিকী অলি, এডভোকেট শামসুল ইসলাম মুকুল,এডভোকেট মু: কাইয়ুম, এডভোকেট মোঃ সাগর হোসেন, ফাইলিং ল’ইয়ার কাশফিয়া নাবিলা প্রমূখ।
ডিএএম//