নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা:
কুমিল্লা টাউন হল মাঠে শনিবার ২৬ নভেম্বর অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে ‘কুমিল্লা’ নামেই বিভাগের নামকরণের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। একই সঙ্গে তাঁরা বলেন, আওয়ামী লীগ সরকারকে কেউ আর ক্ষমতায় দেখতে চান না। হামলা–মামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার বদলা নেয়া হবে।
শনিবার বেলা ১১টায় কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে ওই গণসমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী, সদস্যসচিব ইউসুফ মোল্লা। জেলা বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও দোলন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসমাবেশে প্রশ্ন রেখে বলেন, ‘কুমিল্লাবাসী আপনারা কী নামে বিভাগ চান?’ জবাবে সমাবেশে উপস্থিত তিন জেলার নেতা–কর্মীরা দুই হাত উঁচিয়ে ‘কুমিল্লা’ ধ্বনিতে আওয়াজ করেন।
মহাসচিব বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে।
২৬ নভেম্বর সমাবেশ হলেও ২৪ নভেম্বর থেকে শহরে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করে।
এটি ছিল কুমিল্লায় ইতিহাসের বৃহত্তম গণসমাবেশ।
ডিএএম/এসএম//
Leave a Reply