কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণ সমাবেশ সফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা
- Update Time : ১২:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবদেক:
২৬ নভেম্বর বিএনপির কুমিল্লার বিভাগীয় গণ সমাবেশ সফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রস্তুতি সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা আইনজীবী সমিতি ভবনে শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাম্মণবাড়িয়া জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপুল সংখ্যক সদস্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা বিভাগের তিন জেলা কুমিল্লা, চাঁদপুর ও ব্রাম্মণবাড়িয়া জেলা ইউনিটের এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক এটর্নি জেনারেল সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের কুমিল্লা ইউনিটের সভাপতি ও বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট কাইমূল হক রিংকু।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মোহাম্মদ আলী, মোর্শেদ আল মামুন লিটন, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, গোলাম রসুল বকুল, মাহমুদ হাসান, ওসমান চৌধুরী, জহিরুল ইসলাম সুমন, মোঃ জিয়াউর রহমান সুজা, মোস্তফা কামাল বাচ্চু, জুলফিকার আলম শিমুল, মাকসুদ উল্লাহ্, মু: কাইয়ুম, ফাতিমা আক্তার, হুমায়ূন করিম সিদ্দিক ও ঢাকা বারের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লার বিভাগীয় তিন জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বার এসোসিয়েশন নেতৃবৃন্দ ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির গণ সমাবেশেকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়ে বক্তৃতা করেন।
সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমেদ।
সব বাধা পেরিয়ে ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। সমাবেশ আইনজীবীরা কোর্ট ড্রেস পরে অংশ নেবেন।
ডিএএম/কেকে//