নিজস্ব প্রতিবদেক :
আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনস্বার্থে সুপ্রিমকোর্টের এক আইনজীবী সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিস পাঠিয়েছেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী একিউএম সোহেল রানা বুধবার ১৬ নভেম্বর এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।
এডভোকেট একিউএম সোহেল রানা জানান, একটি জাতীয় দৈনিকে গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নোটিসটি পাঠানো হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আশ্রয়ন প্রকল্পের অনিয়ম বিষয় তুলে ধরা হয়। আশ্রয়ন-২ এর প্রকল্প পরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি), সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতি আজ ডাকযোগে এ নোটিস পাঠানো হয়েছে। নোটিস প্রাপ্তির ৫ কর্মদিবসের মধ্যে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম নিরপেক্ষভাবে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে নোটিসে অনুরোধ করা হয়েছে বলে জানান এডভোকেট একিউএম সোহেল রানা।
তিনি বলেন, নোটিসে প্রকল্পের মূল ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী চলমান নির্মাণ কাজ সমাপ্ত করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
ডিএএম/কেকে//
Leave a Reply