দেশের গন্ডি পেরিয়ে ল্যাব একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : কাজী নজিবুল্লাহ হিরু
- Update Time : ০৬:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ০ Time View
নিজস্ব প্রতিবদেক :
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো: নজিবুল্লাহ হিরু বলেছেন, দেশের গন্ডি পেরিয়ে মানবিক সংগঠন হিসেবে ল্যাব একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
আইনজীবীদের সংগঠন ল’ ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সোমবার এ কথা বলেন।
সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: মমতাজ উদ্দিন ফকির, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান (বাদল), বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট ও ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট সাঈদ আহমেদ (রাজা)।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সুপ্রিমকোর্ট শাখার সভাপতি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট মো: আবদুন নুর দুলাল। সম্মেলন উদ্বোধক ছিলেন সংগঠনটির সভাপতি এডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেবেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো: শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম।
সম্মেলনে বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনটির সুপ্রিমকোর্ট শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামীম খান সম্মেলন সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় কাজী নজিবুল্লাহ হিরু বলেন, ল্যাব গত এগারো বছর যাবত একটি মানবিক সংগঠন হিসেবে অসহায় আইনজীবী ও মৃত আইনজীবীর পরিবারকে সহায়তা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, ‘আমি মনেকরি দেশের গন্ডি পেরিয়ে ল্যাব একদিন লায়ন, রোটারীর মত
সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’ সারাদেশের প্রতিটি আইনজীবী সমিতিতে ল্যাবের কার্যক্রম আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন কাজী নজিবুল্লাহ হিরু।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কর কমিশনার ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, ল্যাব এর গোল্ডেন লাইফ মেম্বার এডভোকেট শাহ্ মনজুরুল হক, ল্যাব-এর আজীবন সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ল্যাব এর ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সরদার, কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক , ঢাকা বার শাখার সাধারন সম্পাদক এডভোকেট কামাল হোসেন পাটোয়ারী।
পরে প্রধান অতিথি কাজী নজিবুল্লাহ হিরু ল্যাব সুপ্রিমকোর্ট শাখার নুতন কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট শামীম খান, সাংগঠনিক সম্পাদক হিসেবে এডভোকেট দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করেন। এছাড়া আরো কয়েকটি পদেও নাম ঘোষণা করা হয়েছে।
ডিএএম/এসএম//