আদালত প্রতিবেদক:
রাজধানীর বনানী থানার ওসি নূরে আজমসহ ১৬ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতা তাবিথ আউয়ালের মামলা গ্রহণ করেছেন আদালত।
সোমবার ৭ নভেম্বর ঢাকা মহানগর আদালত নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে এই মামলাটি গ্রহণ করেছেন।
তাবিথের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নূরে আজম ছাড়াও মামলায় যাদের আসামি করা হয়েছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা। আলোচিত এই মামলার আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।
তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান জানিয়েছেন, দুপুরের পর মামলাটির শুনানি হবে। ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ধারা ১৩ এর (১), (২) এর খ ও গ ধারায় অপরাধ গ্রহণ করার আবেদন করা হয়েছে এই মামলায়। এই আইনের ৪ এর (১) ক ধারায় অভিযোগকারীর বিবৃতি লিপিবদ্ধ করার আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে অভিযোগটির বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে এই আইনে শাস্তি প্রদানের পাশাপাশি সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে প্রতিবাদ কর্মসূচি পালনকালে হামলায় বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ গুরুতর আহত হন। পরে তাদের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ডিএএম/এসএম//
Leave a Reply