রাজবাড়ির অগ্নিকন্যা খ্যাত সোনিয়া আক্তার স্মৃতির হাইকোর্টে জামিন লাভ
- Update Time : ১২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবদেক :
রাজবাড়ির অগ্নিকন্যা খ্যাত সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জনাব মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি জনাব শাহেদ নূরউদ্দিন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সোমবার ৩১ অক্টোবর এ জামিন আদেশ দেন।
সোনিয়া আক্তার স্মৃতির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জনাব এ জে মোহাম্মদ আলী। তাকে সহয়তা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট জামিলা আক্তার, এডভোকেট রোকনুজ্জামান সুজা, এডভোকেট মাকসুদ উল্লাহ, এডভোকেট রাসেল আহমেদ, এডভোকেট আল ফয়সাল সিদ্দিকী, এডভোকেট নজরুল ইসলাম ছোটন প্রমুখ।
উল্লেখ্য, ফেসবুকে একটি পোস্ট দেয়ায় প্রধানমন্ত্রীর ‘সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্নের’ অভিযোগে দায়েরকৃত একটি মামলায় গত ৫ই অক্টোবর রাতে দুই সন্তানের জননী সোনিয়া আক্তার স্মৃতিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। স্মৃতি রাজবাড়ি ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের আদেশের বিষয়টি জানান।
ডিএএম/কেকে//