ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের (বাসেড) এক সভা আজ রাজধানীর নিউমার্কেট এলাকায় মিড নাইট সান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আইয়ূব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে মতবিনিময়ে অংশ নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা সমাজসেবক ও রাজনীতিবিদ সরকার জহিরুল হক মিঠুন, সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাহবুব হোসেন।
আরো উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন সংগঠটির উপদেষ্টা পরিষদের সদস্য সুপ্রিমকোর্টের আইনজীবী আতিকুর রহমান খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাখাওয়াত হোসেন টিটু, মফিজুল ইসলাম খোকন, গোলাম হোসেন খান আজিম, বশিরুল ইসলাম, শফিউল্লা শফি, আনোয়ার হোসেন, সরকার সাইদুল ইসালম আখন্দ প্রমূখ। সাংবাদিক নেতা এডভোকেট দিদারুল আলম দিদার, মোশারফ হোসেন ভূইঁয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও সংগঠনকে আরো গতিশীল করতে সংকল্প ব্যক্ত করা হয়।
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্রাম্মণপাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দ সংগঠটির প্রতিষ্ঠা থেকে এ পর্যান্ত বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় করেন।
ঢাকাস্থ ব্রাম্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন ২০০৬ সালে যাত্রা শুরু করে। সংগঠনের অনেক প্রাক্তন সদস্য উচ্চ শিক্ষার ডিগ্রী অর্জন শেষে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সাফল্যের সাথে পেশা পরিচালনা করছেন।
ডিএএম/এসএম//