বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন সাংবাদিক নাহিদ
- Update Time : ০৫:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবদেক :
সাংবাদিক এরফানুল হক নাহিদকে সভাপতি ও শাহাদাৎ হোসেন মুন্নাকে মহাসচিব করে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচার একটি রেষ্টুরেন্টে রবিবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বরুণ কুমার ভৌমিক নয়ন, সহ-সভাপতি সাহাব উদ্দিন সাহাব, যুগ্ম-মহাসচিব ইসমাইল হোসেন ইমু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাহিন, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, দফতর সম্পাদক শেখ জাহিদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইবনুল কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম রনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম উজ্জ্বল হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুইটি।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-মোঃ আসাদুর রহমান ভূঁইয়া তপন,মোঃ আফজাল হোসেন, শরীফ সুমন, মো.জামাল উদ্দিন,একে সালমান,এস এম পিয়াল ও সাজ্জাদ হোসেন বাপ্পি।
এরফানুল হক নাহিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসম্পাদক।
সাংবাদিক এরফানুল হক নাহিদ বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও ল’ রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দিদারুল আলম দিদার।
ডিএএম/এমকে//