মুসল্লিদের মাঝে কোরআন শরীফ ও কিতাব বিতরণ করছেন সরকার জহিরুল হক মিঠুন
- Update Time : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১ Time View
নিজস্ব প্রতিবদেক:
মহাগ্রন্থ ‘কোরআন শিক্ষা ও তেলাওয়াত’ এবং নামাজে মুসলমানদের আরো উদ্ভুদ্ধ করতে ‘নামাজ শিক্ষা ও আমল’ কিতাব বিতরণ করছেন ‘দুনিয়া ও আখেরাত’ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক রাজনীতিবিদ সরকার জহিরুল হক মিঠুন।
সারাদেশডটনেট এর উপদেষ্টা সম্পাদক রাজনীতিবিদ সমাজ সেবক ভিপি সরকার জহিরুল হক মিঠুন শুক্রবার ২১ অক্টোবর রাজধানীর রামপুরা বনশ্রী কেন্দ্রীয় মসজিদে আছর নামাজ শেষে কোরআন শরীফ বিতরণ করেছেন। এ মসজিদটিতে হাজারো মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন।
সরকার জহিরুল হক মিঠুন দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন এলাকায়, কুমিল্লার বুড়িচং-ব্রাম্মণপাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ও দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে কোরআন শরীফ ও নূরানী নামাজ শিক্ষার কিতাব বিতরণ করছেন।
‘দুনিয়া ও আখিরাত’ সংগঠনের ব্যানারে তিনি দ্বীনি কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, কোরআন ও নামাজসহ দ্বীনি শিক্ষার জন্য শিগগিরই একটি সেন্টার খোলার বিষয়ে আশা প্রকাশ করেন।
সরকার জহিরুল হক মিঠুন বলেন, পরম করুনাময় সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামীন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন এটি আমাদেরকে অনুধাবন করতে হবে। ক্ষণস্থায়ী দুনিয়ায় এবং অসীম আখিরাতে পরম করুণাময়ের সন্তুষ্টিলাভে আমাদের কি কি করণীয় তা সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফে নিহিত রয়েছে। আমরা অনেকে কোরআন তেলাওয়াত জানলেও নিজের মাতৃভাষায় এর অর্থ না বুঝার কারণে তা থেকে সঠিক আমল ও আল্লাহর নির্দেশনা বুঝি না। তাই ‘দুনিয়া ও আখিরাতের’ কল্যানে মহাগ্রন্থ আল-কোরআন ও নামাজ শিক্ষা এবং আমল সংক্রান্ত কিতাব বিতরণ করার প্রয়াস শুরু করি। এতে মুসল্লিদের মাঝে ব্যাপক সাড়ায় আলহামদুলিল্লাহ।
সরকার মিঠুন বলেন, কোরআন ও সুন্নাহ্-এর আলোকে আমাদের জীবন পরিচালনা করলেই কেবলমাত্র দুনিয়া ও আখিরাতের শান্তি নিহিত। এটিই সর্বশ্রেষ্ঠ সত্য।
আজ বনশ্রীতে কোরআন শরীফ বিতরণে আরো উপস্থিত ছিলেন ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ব্যবসায়ী আবুল বাসার, ব্যবসায়ী মাহবুব খান, রহমতউল্লাহ প্রমূখ।
ডিএএম/কেকে//