জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা আয়োজন
- Update Time : ০১:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২০ অক্টোবর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। ৮ অক্টোবর প্রয়াত সদস্যদের স্মরণ সভার মাধ্যমে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।
বৃহস্পতিবার ৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কর্মসূচি ঘোষণা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
তিনি বলেন, এবারের অনুষ্ঠানের মধ্যে রয়েছে- ৮ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় গত এক বছরে সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ প্রয়াত ক্লাব সদস্যদের স্মরণসভা, ৯ অক্টোবর (রোববার) ঈদ-ই-মিলাদুন্নবী আলোচনা, ১০ ও ১১ অক্টোবর দাবা প্রতিযোগিতা, ১১ অক্টোবর এয়ারগান প্রতিযোগিতা, ১২ ও ১৩ অক্টোবর স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৩ অক্টোবর বিকেলে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৪ ও ১৫ অক্টোবর শিশু আনন্দমেলা এবং ১৬ ও ১৭ অক্টোবর টেবিল টেনিস প্রতিযোগিতা। আগামী ১৮ ও ১৯ অক্টোবর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা, আন্তর্জাতিক সেমিনার ও ২১ অক্টোবর ভোরে মিনি ম্যারাথন, সকালে পুরস্কার বিতরণী, সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্র।
ইলিয়াস খান বলেন, শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো যাচ্ছে। ফরম ও খাবার কুপন সংগ্রহের শেষ তারিখ ১০ অক্টোবর। মূল্য ৫০ টাকা। নৈশভোজ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর শুক্রবার। কার্ড জনপ্রতি ২০০ টাকা, দম্পতি ৪০০ টাকা ও ড্রাইভার ১০০ টাকা। ১৭ অক্টোবরের মধ্যে ক্লাবের অভ্যর্থনা কাউন্টার থেকে নৈশভোজের কার্ড সংগ্রহ করা যাবে।
সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, এ বছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সাংবাদিকরা নিউজের পেছনে ঘুরি কিন্তু নিজেদের নিজেদের খবর রাখি না। আমরা প্রেস ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে চাই। সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ, যুগ্ম-সম্পাদক মাইনুল আলম, আশ্রাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বখতিয়ার রানা, কাজী রওনক হোসেন, শাহনেওয়াজ সোমা প্রমুখ।
ডিএএম/কেকে//