সারাদেশডটনেট সম্পাদক-প্রকাশক ডা. আফরিনের মাতার ইন্তেকাল
- Update Time : ১১:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ০ Time View
নিজস্ব প্রতিবদেক:
অনলাইন নিউজ পোর্টাল সারাদেশডটনেট এর সম্পাদক-প্রকাশক ডা. সৈয়দা ফারজানা আফরিনের ‘মা’ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিসেস একলিম আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, তিন কন্যা এক পুত্র, জামাতা, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার স্বামী এডভোকেট সৈয়দ জালাল উদ্দিন স্বপন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী।
মরহুমার জামাতা এডভোকেট দিদারুল আলম দিদার সুপ্রিমকোর্টের আইনজীবী, বাসস-এর আইন বিষয়ক সাংবাদিক, সারাদেশডটনেটের সিইও, ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক ও ল’রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে একলিম আহমেদ রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ২ অক্টোবর বেলা সোয়া ১১ টায় মৃত্যুবরণ করেন। বাদ আছর কুমিল্লা নবাববাড়ী জামে মসজিদে প্রথম জানাজা ও বাদ মাগরিব ময়নামতির দেবপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
একলিম আহমেদের মেঝো মেয়ে ডা. সৈয়দা ফারজানা আফরিন সারাদেশডটনেট সম্পাদক-প্রকাশকের পাশাপাশি একজন ডেন্টাল সার্জন। তিনি ঢাকার রামপুরা বনশ্রীর আফরিন ডেন্টাল কেয়ারের স্বত্ত্বধীকারী ও চীফ কনসালটেন্ট।
তার বড় মেয়ে সৈয়দা সাজিয়া আফরিন পেশায় শিক্ষক। ছোট মেয়ে সৈয়দা আইরিন আফরিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিলেন। তার একমাত্র পুত্র সৈয়দ তাসপিন নাবিব ইটালি প্রবাসী।
তার মৃত্যুতে সারাদেশডটনেট পরিবার শোকাহত।
এসকে/ডিএএম//