করতোয়ায় নৌকডুবিতে মৃতের সংখ্যা ৫৫
- Update Time : ১২:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৩ Time View
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সারাদেশডটনেটকে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরিরা নদীর বিভিন্ন স্থান থেকে ৯টি লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে কবিতা রানী (৫০) নামে এক নারী রয়েছেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে, পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, তারা স্বজনদের কাছ থেকে ৫০টিরও বেশি নিখোঁজ ব্যক্তির তালিকা পেয়েছেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত রোববার মহালয়া উপলক্ষে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বধেশ্বর মন্দিরের দিকে যাওয়ার সময় দুপুর আড়াইটার দিকে করতোয়া নদীর মাঝখানে ডুবে যায়। ওইদিনই নদী থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয় এবং বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
বাকি নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
ডিএএম/কেকে//