শিরোনাম:
দুই অতিরিক্ত সচিবের পদোন্নতি
- Update Time : ১২:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
সরকারের দুই অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়েছেন। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর এবং মু. মোহসিন চৌধুরীর ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।