রাজধানীতে ৭২ ভরি স্বর্ণ চুরি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
- Update Time : ১১:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছুদিন আগে কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোর চক্র বাসায় ঢুকে ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেছেন উল্লেখ করে ওসি আরও বলেন, ওই ভবনসহ আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযান চালানো হয়। টানা কয়েকদিন অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরির ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।