শিরোনাম:
সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
- Update Time : ০৭:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
উজবেকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানান।
এ সফরে স্পিকার ড. শিরীন শারমিন উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটের এড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যানডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড ইত্যাদি বিভিন্ন সেশনে অংশ নেন।