মেট্রোরেলে ৩ স্টেশন যাওয়া যাবে ২০ টাকায়
- Update Time : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেলের (এমআরটি-৬) দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হতে যাচ্ছে। উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার দূরত্বে যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা। মেট্রোরেলের ভাড়া নির্ধারণ কমিটির সূত্র জানিয়েছে, ভাংতির সুবিধার্থে ভাড়া হবে ১০ টাকার গুণিতক।
একজন যাত্রী মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যেতে পারবেন ২০ টাকায়। আগারগাঁওয়ের আগের স্টেশন শেওড়াপাড়ায় নামলেও ২০ টাকা ভাড়া লাগবে। মিরপুর-১০ নম্বরের পরবর্তী স্টেশন কাজীপাড়ায় নামলেও ২০ টাকা ভাড়া দিতে হবে। দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্টের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার। দিয়াবাড়ি থেকে কমলাপুরের ভাড়া ১০০ টাকা। মতিঝিলের ভাড়াও ১০০ টাকা।
ঢাকায় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। তাই মেট্রোরেলের ভাড়াকে বেশি বলছেন অনেকেই। তবে গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৪০ মিনিটে পুরো পথ পাড়ি দিতে পারবে মানুষ। এ কারণে মেট্রোরেল চালু হলে মানুষ ভাড়া বেশি বলবে না।
সূত্র জানিয়েছে, দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত বিভিন্ন স্টেশন ভেদে যাত্রীপ্রতি ভাড়া হবে ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ ও ১০০ টাকা। তবে সাপ্তাহিক, মাসিক বা পারিবারিক টিকিটের কার্ড রিচার্জে ভাড়ায় কিছুটা ছাড় পাওয়া যাবে। ২০ টাকায় তিন স্টেশন পর্যন্ত ভ্রমণ করা যাবে।
মেট্রোরেলের কর্তৃপক্ষ বলছে, প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা। প্রাথমিক ভাড়া কিলোমিটার হিসাবে ধরা হয়। তারপর ১০-এর গুণিতক যে সংখ্যাটি, এর নিকটবর্তী, তা ভাড়া হিসাবে চূড়ান্ত করা হয়। যদি কিলোমিটার হিসাবে ভাড়া ২২ আসে, তা হলে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা এলে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। কমিটির প্রস্তাব ছিল ৫-এর গুণিতক ধরে ভাড়া নির্ধারণ। কিন্তু ৫ টাকার নোট ও কয়েন সহজলভ্য না হওয়ায় ১০-এর গুণিতক করা হয়েছে।
এমআরটি-৬ এর স্টেশনগুলো হলো, উত্তরা নর্থ, সেন্টার, সাউথ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব, মতিঝিল ও কমলাপুর। মেট্রোরেলের নির্মাণকারী কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে ভাড়া বেশি হলেও সরকারকে ভর্তুকি দিতে হবে। মেট্রোরেলের নির্মাণ ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা বেড়ে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা হয়েছে।